শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় জুলুস থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিবেশী কিশোরদের হামলায় মজিবুর রহমান (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতের বাবা মো. এরশাদ রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ওইদিন সন্ধ্যায় চট্টগ্রাম শহরে ঐতিহ্যবাহী জশনে জুলুস শেষে বাসায় ফেরার পথে জিয়ানগর এলাকায় মজিবুরকে পথরোধ করে প্রতিবেশী রাকিবুল ইসলাম (১৮), হাবিব (১৭) ও রাহাত (১৭)। তারা নেশাগ্রস্ত অবস্থায় মজিবুরকে জোরপূর্বক নেশাদ্রব্য নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডার একপর্যায়ে মজিবুরকে এলোপাথাড়ি মারধর করে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে রাকিবুল হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মজিবুরের বুক, ঘাড় ও হাতে একাধিকবার কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রক্তাক্ত জখম হয়। মজিবুরের চিৎকারে স্থানীয় বাসিন্দা মো. বোরহান তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও বিবাদীরা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ‌‘অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভিডিও