চট্টগ্রামের সিটি গেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় নিহত আকাশ দাশ, অজিত দাশ, অমি দাশ, কালা দাশ ও জুয়েল দাশের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় পাড়ার সর্দার বাদল দাশ।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা জামায়াতের আমির ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী আলাউদ্দিন সিকদার, কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী আনোয়ারুল আলম সিদ্দিকী ও ডবলমুরিং থানা আমির ফারুকে আজম।
এ সময় সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক কমিশনার মো. তাহের, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী, সলিমপুর ইউনিয়নের আমির অধ্যক্ষ মু. ফরহাদ হোসাইন, সোনাইছড়ি ইউনিয়নের আমির কাজী মু. জাহেদ ইমামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের পাঁচজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। এ ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। জনগণের সংকটে পাশে থাকা সরকারের দায়িত্ব হলেও জামায়াতে ইসলামী নৈতিক দায়বদ্ধতা থেকে সীমিত সামর্থ্য নিয়েও দুর্গতদের পাশে রয়েছে।’
উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার বলেন, ‘জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও গণমুখী সংগঠন। আমাদের এই সহযোগিতাকে দয়া নয়, বরং নৈতিক কর্তব্য হিসেবে বিবেচনা করতে হবে।’
পরে জামায়াত নেতারা নিহত ও আহতদের পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন এবং শোক ও সহানুভূতি জানান।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।