১১৮
রাঙামাটির ঐতিহাসিক রাজবন বিহারে মহাসংঘদান অনুষ্ঠান হয়েছে। জেলার জুরাছড়ি উপজেলার ভক্তবৃন্দরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।
শনিবার সকালে ঐতিহাসিক রাজবন বিহারের মাঠে এ মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
মহা সংঘদান অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বুদ্ধমুর্তি দান ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়েছে। একই সঙ্গে দেশের সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে। শেষে ধর্মসভা অনুষ্ঠিত হয়।পূণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথের।
দেড় শতাধিক ভিক্ষুর উপস্থিতি অনুষ্ঠানে জুরাছড়ির উপজেলার মানুষ ছাড়াও রাঙামাটি শহরের হাজারো পুণ্যার্থী এইধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশ ও মানুষের কল্যান কামনা করেছেন ।বহু বছর ধরে এ অনুষ্ঠান করে আসছে জুরাছড়ি মানুষ।