ঢাকায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটির সমর্থকরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড ফেলে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা।
গণঅধিকার পরিষদের সঙ্গে যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতারাও বিক্ষোভে যোগ দেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে শুক্রবার রাতেই চট্টগ্রামে ২ নম্বর গেট এলাকায় সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ-অবরোধ কর্মসূচি পালন করা হয়।
শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নুরুল হক নুরের ছবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে বেশ কয়েকজন যুবক সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, ‘অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সজাগ আছি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’