চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের সেন্টার পুকুরপাড় এলাকায় শাহ্ আশরাফিয়া মুদির দোকান নামে মুজিবুর রহমানের ডিলার প্রতিষ্ঠান সরকারি টিসিবির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। জনপ্রতি ৩০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও ভোক্তারা পেয়েছেন ২৬, সাড়ে ২৬ কিংবা ২৭ কেজি করে চাল।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে টিসিবির চাল বিতরণকালে ভোক্তারা অভিযোগ তোলেন, চাল মিটারে না মেপে বালতি ব্যবহার করে দেয়া হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত ট্যাগ অফিসার খানখানাবাদ ইউনিয়ন কৃষি কর্মকর্তা বিপন কান্তি দে প্রথমে অনিয়ম অস্বীকার করলেও পরে চাপের মুখে তা স্বীকার করেন।
ভোক্তাদের অভিযোগের সত্যতা সরেজমিনে পাওয়া গেছে। কয়েকটি বস্তা ডিজিটাল মিটারে ওজন করে দেখা যায় ৩০ কেজির পরিবর্তে ২৬ কেজি ৮০ গ্রাম থেকে ২৭ কেজি পর্যন্ত চাল দেয়া হয়েছে।
ডিলারপক্ষ দাবি করে, খাদ্যগুদাম থেকে ছেঁড়া বস্তাভর্তি চাল এসেছে, যেগুলোতে এক-দেড় কেজি চাল কম ছিল। তবে পরিমাপ করে দেখা গেছে, কিছু বস্তায় ৫০ কেজির কম থাকলেও অন্য কিছু বস্তায় নির্ধারিত ওজনের চেয়ে বেশি চালও ছিল।
অন্যদিকে, একই ইউনিয়নের মেসার্স আল-মদিনা সাপ্লাইয়ার্স ও বাহারচড়ার কয়েকটি ডিলার দোকান থেকে ভোক্তারা সঠিক ৩০ কেজি এমনকি অতিরিক্ত ১৫০ থেকে ১৯০ গ্রাম চালও পেয়েছেন। ভোক্তারা সন্তোষ প্রকাশ করে জানান, ডিলার মালিক দেলোয়ার হোসেন নিজে বসে চাল বিতরণ করায় তাদের কোনো ক্ষতি হয়নি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, শাহ্ আশরাফিয়া মুদির দোকানের মালিক প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা হওয়ায় তার অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না। তবে অনিয়মের একাধিক ভিডিও প্রমাণ ভোক্তাদের কাছে রয়েছে।