মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল বাইক আরোহীর

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ১২:০৪

চট্টগ্রামের লোহাগাড়ায় আলুভর্তি একটি ট্রাকের চাপায় হাসান রিয়াদ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজসংলগ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান রিয়াদ লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের লেয়াকত পাড়ার বাসিন্দা হাফেজ আবদুল কুদ্দুসের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে কক্সবাজারমুখী আলুভর্তি একটি ট্রাক দ্রুতগতিতে এসে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। সংঘর্ষে রিয়াদ ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে থাকেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বাইকারকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সাত্তার জানান, নিহতের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিও থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভিডিও