মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের প্রবাসী সঞ্জিব দাশ (৪৩)। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আল খয়ের এলাকায় দ্রুতগতির একটি স্কুল বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত সঞ্জিব দাশ শিলক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নটুয়ারটিলা গ্রামের লাল মোহন দাশের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ফ্রি ভিসায় ওমানে প্রবাস জীবনযাপন করছিলেন এবং সেখানে কার্পেন্টারসহ বিভিন্ন খণ্ডকালীন কাজে যুক্ত ছিলেন।

ঘটনার সময় সঞ্জিব দাশ প্রতিদিনের মতো কর্মস্থল থেকে ব্যক্তিগত সাইকেলে বাসায় ফিরছিলেন। সঙ্গে থাকা একই এলাকার প্রবাসী মোহাম্মদ ওবায়দুল হক জানান, ‘কাজ শেষে আমরা সাইকেলে ফিরছিলাম। পথে দ্রুতগতির একটি স্কুল বাস সঞ্জিবের সাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে পাশের ওয়ালে মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই তিনি মারা যান।’

দুর্ঘটনার পর সঞ্জিব দাশের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও মিশন প্রধান রাফিউল ইসলাম।

ভিডিও