মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

মশা নিয়ন্ত্রণে নতুন আশা

চট্টগ্রামে প্রথমবার ইউএসএ’র বিটিআই ব্যবহার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ০১:০৫

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া থেকে নগরবাসীকে রক্ষায় আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই (Bacillus thuringiensis israelensis) ব্যবহার শুরু করেছে চসিক।

সোমবার (১ ডিসেম্বর) সকালে ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে দেশে প্রথমবারের মতো মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিটিআই ব্যবহার করে চসিক। এ ওষুধ (পাউডার) প্রথমে নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশিয়ে ফগার মেশিন দিয়ে নালায় স্প্রে করা হয়।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, আমাদের জনশক্তি ও প্রশিক্ষণের অভাব ছিল। পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৫টি ডেঞ্জার জোন রয়েছে। প্রথমে এ জোনগুলোতে ক্রাশ প্রোগ্রাম চালাব। নিয়মিত রুটিন কাজ প্রতিটি ওয়ার্ডে করব। যখন নালা পরিষ্কার করা হয় তখন মশার ওষুধ ছিটানো সবচেয়ে কার্যকর। এখন এ পদ্ধতিতে কাজ হবে। আপনারা খুব দ্রুত রেজাল্ট দেখতে পাবেন।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, আমরা এতদিন লার্ভিসাইড ওষুধ ‘টেমিপোস ফিফটি’ ব্যবহার করতাম। এর রেজিস্ট্যান্স এখনো ক্রিয়েট হয়নি। তবুও মাননীয় মেয়র মহোদয়ের ইচ্ছে, যেহেতু চট্টগ্রাম শহরে এ মুহূর্তে মশার উপদ্রব বেড়েছে উনি বিশ্বের সবচেয়ে দামি ও কার্যকর পরীক্ষিত ইউএসএতে তৈরি ওষুধটা ব্যবহার শুরু করতে বলেছেন। আজ থেকে উদ্বোধন হলো। এ ওষুধ একবার ছিটালে ১৫ দিন ওই জায়গা নিরাপদ। আমাদের ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে। বিটিআই ব্যবহারে কিছুটা সময় লাগে। কিন্তু পুরো শহরে এ ওষুধ ছিটাতে পারলে ভালো রেজাল্ট পাব। মাননীয় মেয়র চান, মানুষ যাতে মশার উপদ্রব থেকে রক্ষা পান।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন ওষুধ ৯৮-৯৯ শতাংশ কার্যকর। সমস্যা হলো যে ভালো ওষুধ ব্যবহার করি কিছুদিন পর রেজিস্ট্যান্স হয়। দোষ ওষুধের না। ওষুধ চেঞ্জ করতে হয়। বেশিদিন একই ওষুধ ব্যবহার করলে মশা রেজিস্ট্যান্স (কার্যকারিতা কমে) হয়।

স্থানীয়রা আশা করছেন, নতুন মশা মারার ওষুধ কার্যকর হবে এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া থেকে এলাকাবাসী রক্ষা পাবেন। করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে।

ভিডিও