চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিউল আলমের সমর্থনে বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ঐক্য, শৃঙ্খলা এবং পরিশ্রম— এই তিন শক্তি নিয়ে আমরা মাঠে থাকলে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, এই শহরের মানুষ জামায়াতের নেতৃত্বকে সেবামুখী, পরিশ্রমী এবং জনগণকেন্দ্রিক বলেই জানে। ক্ষমতা নয়, মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির মূল ভিত্তি। শফিউল আলম নিঃস্বার্থ নেতৃত্বের প্রতীক। দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে তিনি বরাবরই দৃঢ় অবস্থানে ছিলেন। জনমুখী উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গীকারই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
সভাপতিত্ব করেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান।
নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আবু তালেব চৌধুরী, সদরঘাট থানা আমীর এম এ গফুর, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেল বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, ছাত্রশিবির বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম জামায়াত নেতা আব্দুল্লাহ রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম-১১ আসনের দীর্ঘদিনের অবহেলা দূর করে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শফিউল আলমই যথোপযুক্ত প্রার্থী।