জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
সোমবার (২৩ নভেম্বর) রাতে কক্সবাজার শহর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে সংস্কার, বিচার এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে নিতে হবে।’
তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্বার্থের কারণে জাতীয় সংস্কার প্রশ্নে ঐক্যবদ্ধ হতে না পারায় এখনো রাজপথে লেভেল প্লেয়িং ফিল্ড ও যথাযথ গণভোটের দাবি জানাতে হচ্ছে।
শাহজাহান বলেন, ‘জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশে শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করবে। দুর্নীতি, দুঃশাসন, টেন্ডারবাজি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’
স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষকে মানবাধিকার, সামাজিক সুবিচার, নিরাপত্তা ও ভোটাধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে নতুন কাঠামোয় দায়িত্বশীল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে।
নতুন প্রজন্মকে দেশপ্রেম, সততা, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে শিক্ষিত করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বেকারত্ব, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’
সমাবেশে সভাপতিত্ব করেন শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল ও জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী।
অনুষ্ঠানে জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল-আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।