মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

দুর্নীতি-স্বজনপ্রীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী হেলালীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৮

স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

মঙ্গলবার লালখান বাজার ১৪নং ওয়ার্ডের কুসুমবাগ এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উন্নয়ন মানে শুধু সড়ক বা স্থাপনা নয়, মানুষের জীবনমানই রাষ্ট্রের প্রকৃত অগ্রগতি।’

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন অপার সম্ভাবনার এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দাঁড়ি-পাল্লায় ভোট দিয়ে সে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়াই তার দলের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে ধনী-গরীব সবাই আত্মমর্যাদার সঙ্গে বসবাস করবে, সমাজবিরোধী কর্মকাণ্ড কেউ চিন্তাও করবে না।’

হেলালী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তরুণদের জন্য মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং নিরাপদ বিনিয়োগ পরিবেশ গড়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি মনে করেন, শিক্ষিত ও দক্ষ তরুণরাই আধুনিক রাষ্ট্রের ভিত্তি। তাই তাদের উন্নয়নকে রাষ্ট্রীয় পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।

দুর্নীতি ও স্বজনপ্রীতিকে উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের স্বার্থই একজন রাজনৈতিক নেতার প্রথম দায়িত্ব— জামায়াত সে নীতিকেই ধারণ করে এগোতে চায়।’

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় মহল্লা নেতা দেলোওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর মজলিসে শুরা সদস্য ও খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, ওয়ার্ড আমীর মাওলানা আবু রাশেদ।

এছাড়াও কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা, এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ প্রতিনিধি ও এলাকাবাসী বক্তব্য দেন।

উঠান বৈঠকে উন্নয়ন, জবাবদিহিতা ও সুশাসন নিয়ে আলোচনা ও উপস্থিতদের আগ্রহ স্থানীয় এলাকার রাজনৈতিক পরিবেশে ইতিবাচক ধারা সৃষ্টি করেছে বলে জানান আয়োজকরা।

ভিডিও