নির্মাণ কাজ শেষ হয়েছে এক বছর আগে। কিন্তু এখনও চালু হয়নি বান্দরবানের বহুল প্রত্যাশিত ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতাল। প্রশাসনিক জটিলতা ও জনবল সংকটে হাসপাতালটি দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিনই শয্যা সংকটসহ নানা সমস্যায় পড়ছেন সাধারণ রোগীরা।
২০১৯ সালে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্প হাতে নেয় সরকার। ৩৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনটিতে রয়েছে আইসিইউ, সিসিইউ, আইসোলেশন ওয়ার্ড, সার্জারি ইউনিট, গাইনি ওয়ার্ডসহ আধুনিক সব সুবিধা। কিন্তু জনবল না থাকায় কোনোটিই এখনো চালু করা যায়নি।
ফলে জেলার লাখো মানুষের চিকিৎসা সেবা এখনো সীমিত পুরোনো ১০০ শয্যার ভবনে চলছে। সেখানে নেই আইসিইউ কিংবা সিসিইউর মতো জরুরি সেবা। জটিল রোগীদের বাধ্য হয়ে পাঠানো হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো।
রোগীরা জানান, ডাক্তার সংকট, পর্যাপ্ত জায়গার অভাব এবং অতিরিক্ত ভিড়ের কারণে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত নতুন ভবনটি চালুর দাবি তাদের।
বান্দরবান সিভিল সার্জন ডা. শাহীন হোসেন চৌধুরী বলেন, ২৫০ শয্যার হাসপাতাল চালুর জন্য বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। বিল্ডিং সম্পন্ন হলেও বিদ্যুৎ, পানি এবং জনবল নিয়োগ বাকি। প্রয়োজনীয় অনুমোদন ও নিয়োগ শেষ হলেই দ্রুত ভবনটি চালু করা সম্ভব হবে।
নতুন ভবন চালু না হওয়ায় দীর্ঘদিন ধরে আধুনিক স্বাস্থ্যসেবার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পাহাড়ি জেলার মানুষ।