সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ফুটপাত দখলের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:২৬

চট্টগ্রাম নগরীর বাটালী রোড এলাকায় ফুটপাত দখল করে দোকানের মালামাল ফেলে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এতে আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে ফুটপাতের দুই পাশ দখল করে রাখা বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের অনিয়ম চিহ্নিত করা হয়। দীর্ঘদিন ধরে ফুটপাতের ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে চসিকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। ফুটপাত দখল করে ব্যবসা চালানো জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও