রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

বাঘাইছড়িতে নির্বাচনী প্রস্তুতি জোরদার, ঘরে ঘরে বিএনপির প্রচার শুরু

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:১৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি–২৯৯ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বাঘাইছড়ি উপজেলার ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি জনগণের মাঝে বিস্তৃত করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এ বৈঠকের আয়োজন করা হয়।

ইউনিয়নের স্থানীয় এলাকায় অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ–কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী বলেন, ‘রাঙামাটির বিভিন্ন উপজেলায় বিএনপির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের নীলনকশাকে জনগণ মুক্তির পথ হিসেবে দেখছে।’

তিনি সবাইকে দীপেন দেওয়ানকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, গত এক দশকে ‘আওয়ামী সরকারের দুর্নীতি, লুটপাট ও রাজনৈতিক দমন–পীড়নের কারণে’ পার্বত্য অঞ্চলের উন্নয়ন থমকে গেছে। বর্ষাকালে বাঘাইছড়ির পূর্ব লাইল্যাঘোনা এলাকায় ভয়াবহ নদী ভাঙনে ক্ষয়ক্ষতি হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন প্রতিরোধসহ এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ–সভাপতি আব্দুল খালেক মেম্বার এবং পরিচালনা করেন মো. কফিল উদ্দিন। সভাপতি তার বক্তৃতায় বলেন, ‘৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষের বিশ্বাস অর্জনই আমাদের মূল শক্তি।’

সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মো. শাহাজাহান চৌধুরী, মো. আব্দুল হালিম, আমিনুল হক, জান্নাতুল নূর, আব্দুল মান্নান, আব্দুল কাদের মোল্লা, মো. আব্দুল মোনাফ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ‘জামায়াতে ইসলামী ধর্মের অপব্যবহার করে মহিলাদের বিভ্রান্ত করছে— দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যায় বলে প্রচারণা চালাচ্ছে। এই ধরনের প্রতারণা প্রতিহত করতে হবে।’

বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে দরিদ্র ও কর্মহীন মানুষ সরাসরি সহায়তা পায়। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি, বৈষম্য ও প্রতিহিংসামুক্ত রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতিও তুলে ধরেন তারা।

সভা শেষে এলাকাজুড়ে গণসংযোগ চালানো, বাড়ি–বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং ৩১ দফার কপি বিতরণের সিদ্ধান্ত হয়। দীপেন দেওয়ানের পক্ষে গণসমর্থন আরও বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ভিডিও