রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

পরিবারে কলহে হত্যার শঙ্কা

বাঁশখালীতে মাটির গর্তে পুঁতে রাখা বৃদ্ধের লাশ উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:০৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে নিজ বাড়ির আঙিনার মাটির গর্ত থেকে আশরাফ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁর বাড়ির উঠানের দক্ষিণ পাশে আনারস বাগানে লাশটি মাটিচাপা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত আশরাফ মিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়া এলাকার মৃত ফরিদ আহমদের ছেলে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার পর মরদেহ গর্তে পুঁতে রাখা হয়েছিল।

স্থানীয় শামসুল ইসলাম বলেন, ‘আশরাফ মিয়া অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সেই বিবাদ থেকেই হত্যাকাণ্ড ঘটতে পারে।’ তিনি আরও জানান, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের স্ত্রী নুর আয়েশা বেগম এবং ছেলে মো. রাশেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘লাশ মাটির নিচে পুঁতে রাখার তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’ তিনি নিহতের স্ত্রী ও পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান।

ভিডিও