৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত আট দলের নেতৃবৃন্দ চট্টগ্রামে যৌথ বৈঠক করেছেন। আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রামের লালদিঘীর মাঠে বিভাগীয় মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয় বৈঠকে।
রবিবার দেওয়ানবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ের ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “বীর চট্টলার ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জুলাই আন্দোলনে শহীদ ফয়সাল আহমদ শান্ত, ওয়াসিম আকরামসহ ১২ জন শাহাদাত বরণ করেন। সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই অতীতে স্বৈরাচার পতন হয়েছে।”
তিনি বলেন, ‘অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই আন্দোলনে হত্যাকারীদের দোসরদের নিষিদ্ধ করতে হবে।’
মহাসমাবেশ সফল করতে সকল দলের নেতা–কর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিস বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খোরশেদ আলম, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা জিয়াউল হোসাইন, জাগপার মহানগর সভাপতি আবু মোজাফ্ফর মোহাম্মদ আনাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ নুর উদ্দিনসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করা হয় এবং ৫ ডিসেম্বরের লালদিঘীর মহাসমাবেশকে সার্বিকভাবে সফল করার জন্য যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।