চট্টগ্রাম–১০ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে ১২ নম্বর সরাইপাড়া হাজী ক্যাম্প যুব উন্নয়ন একাডেমি স্কুল ভোট কেন্দ্র প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন। এসময় পাহাড়তলী থানা আমীর নুরুল আলম, ওয়ার্ড আমীর জহিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট মাহবুবুর আলম এবং জামায়াত নেতা গিয়াস উদ্দিন বক্তব্য দেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, ‘চট্টগ্রাম–১০ আসনের মানুষ পরিবর্তন, সেবা ও ন্যায্য অধিকার চান। আমি নির্বাচিত হলে এলাকার নিরাপত্তা, ব্যবসা–বাণিজ্যের প্রসার ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’
তিনি আরও বলেন, ‘এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা এবং বাজার-সংক্রান্ত নানা সমস্যা দীর্ঘদিন ধরে অবহেলিত। জনগণের সহযোগিতা পেলে আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী একটি দেশ গড়ে তুলতে কাজ করব।’
সভায় উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ নিজেদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং হেলালীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস জানান।