হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় চাচা–ভাতিজা নিহত হয়েছেন। রোববার ভোর রাত ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫)। তারা সম্পর্কে চাচা–ভাতিজা।
নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির বাসিন্দা এবং হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. ইউছুপের পুত্র। আবিদুল হাসান একই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাঁকে চমেক হাসপাতালে রেফার করেন। চিকিৎসা শেষে তারা বাড়ি ফেরার পথে ভোররাতে মিস্ত্রি ঘাটা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি (চট্ট মেট্টো-থ ১৩-৮২২৪) নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই রাহাতের মৃত্যু হয়। গুরুতর আহত আবিদুল হাসানকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী গুরুতর আহত হন এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে একসাথে দুইজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার ও স্বজনরা ভেঙে পড়েছেন।