শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:১৭

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট ও ট্রাস্টের সদস্য ড. মোহাম্মদ নুরুল আবছার, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এম. নূরুল ইসলাম, অধ্যাপক ড. কাজী আহমেদ নবী, অধ্যাপক সরওয়ার জাহান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম (আমন্ত্রণক্রমে) এবং সিন্ডিকেটের সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী।

সভায় শিক্ষার মান উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমের পূর্ণ স্থানান্তর এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা শিগগিরই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ভিডিও