চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অক্টোবর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর দুপুর ১টায় দামপাড়া পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
সভায় কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানা ও গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে বিভাগীয় উপ-পুলিশ কমিশনারদের আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি।
রুজুকৃত হত্যা মামলা সহ অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি, মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলে গতি আনতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সামগ্রিক ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন কমিশনার।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, বিপিএম-এর ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলিজনিত বিদায়ে কমিশনার ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইনসার্ভিস-ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।