শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

বন্দর বিষয়ে অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না : জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:১১

অস্বচ্ছ ও গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর কার্যত বিদেশিদের হাতে তুলে দেওয়ার দেশীয় স্বার্থবিরোধী উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনাল হেড মুহাম্মদ শাহজাহান এ আশঙ্কা ব্যক্ত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র; একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্বের মতো স্পর্শকাতর ইস্যুর সাথেও সরাসরি সম্পর্কিত। এমন অবস্থায় বন্দর ব্যবস্থাপনায় কোনো তাড়াহুড়োর সিদ্ধান্ত, অস্বচ্ছতা বা গোপন চুক্তি কখনোই গ্রহণযোগ্য নয়।

মুহাম্মদ শাহজাহান অভিযোগ করেন, ইন্টেরিম সরকার কোনো দরপত্র ছাড়াই ‘পতিত স্বৈরাচারের আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পৃক্ত’ একটি বিদেশি কোম্পানিকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (NCT) হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এছাড়া আরও কয়েকটি টার্মিনাল নিয়েও সরকারের অস্পষ্ট সিদ্ধান্তে জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ‘জন আকাঙ্ক্ষার আলোকে আমরা চট্টগ্রাম বন্দর নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের অবস্থান স্পষ্ট করছি।’ তিনি বন্দরের উন্নয়ন ও ব্যবস্থাপনায় তিন দফা প্রস্তাব তুলে ধরেন—

জামায়াতের ৩ দফা প্রস্তাব
১. দেশীয় ব্যবস্থাপনায় বন্দরের উন্নয়ন সম্পন্ন করা। ২. প্রয়োজনে দক্ষ ও অভিজ্ঞ বিদেশি জনবল নিয়ে এসে দেশীয় জনবলকে প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করা। ৩. সবশেষ বিকল্প হিসেবে বিদেশি অপারেটর নিয়োগ করতে হলে অবশ্যই আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া অনুসরণ করে জনগণকে অবহিত করে চুক্তি করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ‘কোনো গোপন বা দরপত্রবিহীন চুক্তি হলে জনঅসন্তোষ সৃষ্টি হবে, যার সম্পূর্ণ দায়ভার সরকারের ওপর বর্তাবে।’

ভিডিও