শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

আমনের বাম্পার ফলন লোহাগাড়ায়, কৃষকদের মুখে হাসি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:০৮

বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। মৌসুমভিত্তিক ফসল উৎপাদনেই অধিকাংশ কৃষক সংসারের ব্যয় নির্বাহ করেন। বর্ষাকালে ফসলহানির ক্ষতি কাটিয়ে উঠতে শীতের শুরুতেই কৃষকের ভরসা থাকে আমন ধানে। এবারও তার ব্যতিক্রম হয়নি। লোহাগাড়ায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকদের মাঝে বইছে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার।

সম্প্রতি উপজেলার বিভিন্ন জনপদ ঘুরে দেখা গেছে, সর্বত্রই সোনালি ধানের মাখামাখি দৃশ্য। কেউ কাটছেন, কেউ বাঁধছেন, কেউবা বাড়িতে নিয়ে ব্যস্ত ধান মাড়াইয়ে। পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে কাজের অংশীদার। ৯টি ইউনিয়নের মাঠে-মাঠে এখন ফসল কর্তনের উৎসব চলছে।

হাঙ্গর খাল, টঙ্কাবতী নদী, সরই খাল ও চাম্বী খালের রাবার ড্যামগুলো আমন চাষে বিরাট অবদান রেখেছে বলে জানিয়েছেন কৃষকেরা। এসব এলাকায় পর্যাপ্ত সেচ সুবিধা পাওয়ায় উৎপাদন অর্জন পূর্বের তুলনায় অনেক বেশি।

চরম্বা ইউনিয়নের কৃষক ফজু মিয়া, নূর আহমদ, আলী মিয়া; বড়হাতিয়ার আবদুল হাকিম, শফি ও আবদুল মোনাফ; পদুয়ার মো. ইউনুচ ও সরোয়ার কামালসহ একাধিক কৃষক বলেন, বর্ষাকালে ফসলহানি তাঁদের বিপাকে ফেলেছিল। তবে এবারের আমন ফলন সেই ক্ষতি পুষিয়ে দেবে বলে আশা করছেন।

তাদের ভাষ্য, ‘সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়লেও ফলন মোটামুটি ভালো, বাজারদর ভালো থাকলে লাভবান হব।’

উত্তর পদুয়ার কৃষক সরোয়ার কামাল, মো. আলী ও মো. আবছার জানান, তারা হরি ধান ও ব্রি-১০৩সহ উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করেছেন। প্রতি কানিতে ১০০ আঁড়ি পর্যন্ত ফলনের আশা করছেন।

পদুয়ার নাওঘাটার কৃষক মো. ইউনুচ জানান, সেচ সুবিধা থাকায় তিনি ১৯ কানিতে আমন চাষ করেছেন। ফলনও প্রত্যাশামতো।

পদুয়ার কৃষি ডিপ্লোমাধারী মিনহাজ উদ্দীন জানান, শুধু উত্তর পদুয়ায় হাঙ্গর খালের রাবার ড্যামের সুবিধায় ৩ শতাধিক কৃষক আমন চাষ করেছেন এবং সবাইই সন্তুষ্ট ফলনে।

উপজেলা কৃষি অফিসার মো. কাজি শফিউল ইসলাম বলেন, ‘এবার আমনের ফলন খুবই সন্তোষজনক। লক্ষ্যমাত্রা ছিল ১০,৮৫৬ হেক্টরে ৩৪,৫৩৪ মেট্রিক টন চাল উৎপাদন। অর্জনও কাছাকাছি হবে বলে আশা করছি।’

তিনি জানান, ২৫ হাজারেরও বেশি কৃষক হরি ধান, ব্রি-১০৩, ব্রি-৪৯, ব্রি-৯৩সহ বিভিন্ন উচ্চফলনশীল জাতের আমন চাষ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকদের জন্য এটি হবে অত্যন্ত লাভজনক মৌসুম। কৃষি অফিসের মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

ভিডিও