চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৭ নভেম্বর) রাতে নগরীর এশিয়ান এস আর হোটেলে। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু মোশারফ রাসেলের সঞ্চালনায় সভায় সাধারণ সম্পাদক কাউসার আহমেদ সম্প্রতি অনুষ্ঠিত ২য় পুলিশ কমিশনার কাপ কারাতে প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী বছরের কার্যক্রমের ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়। এতে উল্লেখ করা হয়— চলতি ডিসেম্বরের বিজয় দিবসে কারাতে প্রদর্শন, আগামী মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের অনুষ্ঠানে কারাতে প্রদর্শন, প্যাসিফিক সোতোকান কারাতে একাডেমিকে আনুষ্ঠানিক অনুমোদন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীকে ৬টি জোনে ভাগ করে নিয়মিত কারাতে প্রশিক্ষণ কার্যক্রম, ধারাবাহিক চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ আয়োজন, ওপেন কর্পোরেট কারাতে টুর্নামেন্ট, নারী দিবসে শুধু নারীদের জন্য বিশেষ কারাতে প্রদর্শনী ও টুর্নামেন্ট, বার্ষিক আউটডোর ট্রেনিং ক্যাম্প ও পিকনিক আয়োজন এবং কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় এসোসিয়েশনের সহ-সভাপতি সাকিফ আহামেদ সালাম বিজিএমইএ পরিচালক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। এছাড়া সাধারণ সম্পাদক কাউসার আহমেদকে চীন ও শ্রীলঙ্কায় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় সফল দায়িত্ব পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সোমবারের সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ শাহাজাহান, মো. আবু সুফিয়ান, আবু মোহাম্মদ মহসীন চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক এস এম আবু ছালে, যুগ্ম সম্পাদক (স্পোর্টস) লতা পারভীন, সাংগঠনিক সম্পাদক আবু মোশারফ রাসেল, মিডিয়া সম্পাদক মোহাম্মদ ফারুক, আইটি সম্পাদক সরোজ দাশ, কার্যকরী সদস্য মোহাম্মদ এরশাদ হোসাইন আরমান, সাইফুল ইসলাম শাহাদাত, জাফরুল ইসলাম, রোটারিয়ান মোহাম্মদ শফিউল্লাহ, ফয়সাল আলম মামুন ও রাফাত শাহরিয়ার।