শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

বিএনপির একাংশের প্রতিবাদ

ফটিকছড়িতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:১২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ব্যাপক মানববন্ধন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সরোয়ার মফিজ, উপজেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, মো. হাসান, পৌর বিএনপি নেতা মো. এমরান, মাওলানা নুরুল আলম, জহুরুল ইসলাম, জামাল উদ্দিন, আরফানুল করিম সুমন, কামাল উদ্দিন, নাসির সিকদার, জসিম মেম্বার, ঘোষণা কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের সাথে মনোনীত প্রার্থীর কোনো যোগাযোগ নেই, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে। তারা বলেন, ‌‘২০১৮ সালের নির্বাচনে আওয়ামী দোসরের হাতে রক্তাক্ত হয়েও কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার মাঠ ছাড়েননি। ৫ আগস্টের পর ফটিকছড়িতে বিএনপিকে সংগঠিত করতে তিনি সাহসী ভূমিকা রাখেন।’

বক্তারা দাবি করেন, নানা অপতৎপরতার মাধ্যমে তাকে মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে, যা তৃণমূল নেতাকর্মীরা মেনে নেবে না। কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে বক্তারা চূড়ান্ত মনোনয়ন পুনর্বিবেচনা করে কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারকে পুনরায় প্রার্থী ঘোষণার জোর দাবি জানান।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত মশাল মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি বিবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মশাল হাতে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

ভিডিও