চট্টগ্রামস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে নোয়াখালী–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের সমর্থনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন চট্টগ্রামে বসবাসরত সেনবাগ-নোয়াখালীর বিভিন্ন পেশার মানুষ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘একই দিনে দুই ভোট নয়, গণমানুষ গণভোট আগে দেখতে চায়। জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না।’
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন, স্বচ্ছ প্রশাসন ও জনগণের অংশগ্রহণ— একটি কার্যকর গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যাবশ্যক।
তিনি নোয়াখালী–২ আসনে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদকে একজন নিবেদিতপ্রাণ, সেবামুখী ও মেধাবী প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর নেতৃত্বে এলাকার শিক্ষা, অবকাঠামো, জনসেবা ও সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা যায়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘সাইয়েদ আহমদের নেতৃত্বে নোয়াখালী–২ আসনে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। দাঁড়িপাল্লার যোগ্য প্রার্থীকে বিজয়ী করাই এখন আমাদের বড় দায়িত্ব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, সেনবাগ উপজেলা আমীর মাওলানা ইয়াছিন করিম, সেনবাগ উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল মালেক, সোনাইমুড়ী উপজেলা নায়েবে আমীর রহিম উল্লাহ বিএসসি প্রমুখ।
সভাপতিত্ব করেন চট্টগ্রামস্থ সেনবাগ ফোরামের সভাপতি হারুনুর রশিদ দিদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল আলী ও আবদুল কাদের পটোওয়ালী।
সভায় আরও বক্তব্য দেন মাওলানা নুরুল হুদা, মাওলানা ইয়াছিন মিয়াজী, মোঃ শাহিন, মাওলানা আব্দুল মাজেদ, মাওলানা আবু সাকের, মাওলানা আবুল খায়ের, মাওলানা জিয়াউল হক বাবুল, মাওলানা আবুল কাশেম সামছুউদ্দিন, আলা উদ্দিন আলো, ফজলে এলাহি মো. শাহিন, মাওলানা আবদুর রহমান, মো. হুমায়ূন কবির পাটোয়ারী, ব্যবসায়ী মো. মোস্তফা ও মো. জহিরুল ইসলাম প্রমুখ।