ডবলমুরিং থানার দক্ষিণ আগ্রাবাদ ২৭ নম্বর ওয়ার্ডের আবিদারপাড়ায় উঠান বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, ‘ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লার জয়ের কোনো বিকল্প নেই।’
শনিবার রাত ৮টায় চট্টগ্রাম–১১ আসনের প্রার্থী শফিউল আলমের সমর্থনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আল্লাহর রহমতে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। জনগণ আবারও আমাদের প্রতি আস্থা ফিরে পাচ্ছে। ক্ষমতার মোহে যেন আমরা পরকালকে ভুলে না যাই। আমানত রক্ষা ও সততার প্রশ্নে জামায়াত কখনো আপস করবে না।’
ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে এবং সিডিএ সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারি বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম–১১ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী শফিউল আলম।
তিনি বলেন, ‘ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের সেবাকে আমরা ইবাদত মনে করি। জনগণের সহযোগিতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আমীর ফারুক আযম ও থানা সেক্রেটারি সালাউদ্দিন।
এ ছাড়াও বক্তব্য দেন ডবলমুরিং থানা কর্মপরিষদ সদস্য বেলায়াত হোসেন এফসিএ, বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আমীর মজিবুর রহমান, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, কাজী মোরশেদ আলম, বন্দর থানা শ্রমিককল্যাণ সভাপতি মোজাহেদুল ইসলাম, বড়পোল ও হাসপাতাল সাংগঠনিক ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।