২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ–ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে স্বাগত জানাতে লংগদুতে হাজারো মানুষের ঢল নামে। লংগদু উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভাটি রোববার সকাল ১০টা ৩০ মিনিটে মাইনী বাজার মাঠে শুরু হলেও জনতার ব্যাপক অংশগ্রহণে তা বিশাল জনসভায় রূপ নেয়।
সকাল থেকেই লংগদু উপজেলার বিভিন্ন দুর্গম ইউনিয়ন থেকে দলবদ্ধভাবে মানুষ সভাস্থলে আসতে থাকে। নারী–পুরুষ, প্রবীণ, যুবক, শিক্ষিত তরুণ, শ্রমজীবী— সব পেশার মানুষের উপস্থিতিতে মাইনী বাজার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন চেয়ারম্যান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সভায় আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি নাছির উদ্দীন চেয়ারম্যান, সহ–সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ‘লংগদু রাঙামাটির অন্যতম অবহেলিত উপজেলা। বহু বছর ধরে এখানকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে বৈষম্য দূর করে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নেই নিজেকে উৎসর্গ করব।’
তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যত থমকে ছিল। লুটপাট ও দুর্নীতিতে প্রশাসন ব্যস্ত থাকায় সাধারণ মানুষ উপেক্ষিত হয়েছে।’
লংগদুর ভাঙা রাস্তা, ঝুঁকিপূর্ণ ব্রিজ–কালভার্ট, দুর্বল বিদ্যুৎব্যবস্থা ও জরাজীর্ণ যোগাযোগ নেটওয়ার্কের দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
জেলা ও উপজেলা বিএনপির নেতারা বলেন, ‘ধানের শীষের পক্ষে লংগদুতে গণজোয়ার শুরু হয়েছে। পরিবর্তনের নেতৃত্ব দিতে সবচেয়ে সক্ষম প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।’ তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশস্থল মাইনী বাজার মাঠ ছিল দিনভর উৎসবমুখর। ব্যানার–ফেস্টুন, ধানের শীষের প্রতীক, বিভিন্ন স্লোগান আর কর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা মিলনমেলায় পরিণত হয়। পরিবার-পরিজন নিয়ে বহু নারীও সমাবেশে যোগ দেন।
এক প্রবীণ ভোটার বলেন, ‘দীর্ঘদিন পর লংগদুতে এমন বড় জমায়েত দেখলাম। মানুষ পরিবর্তনের প্রত্যাশায় জড়ো হয়েছে।’