শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই কৃষকের বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৯

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা শান্তিরহাট এলাকায় রান্নাঘরের চুলার আগুন থেকে লাগা অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রুমি আক্তার (৩২) ও তার স্বামী রহিমের আধাপাকা বাড়ির কাঁচা বেড়ার রান্নাঘরে চুলায় জ্বালানো লাকড়ির আগুন অসতর্কতার কারণে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন রান্নাঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসে খবর দেন।

সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদুর রহমান জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা হয়নি। প্রাথমিকভাবে রান্নার চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিও