শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

লোহাগাড়ার আধুনগর

কালভার্টে গর্ত, ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহন

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৮


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সড়কের ওপর নির্মিত কালভার্টের মাঝখানের ঢালাই উঠে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

শনিবার এলাকা পরিদর্শনকালে দেখা গেছে, আধুনগর ইউনিয়নের আধুনগর বাজার থেকে উত্তর হরিণা যাওয়ার পথে মধ্যবর্তীস্থানে বড়ুয়া পাড়া সংলগ্ন এলাকায় কালভার্টের মাঝখানে পাকা ঢালাই উঠে গেছে। এতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ওইস্থানে পাকা ঢালাই না থাকায় ওই স্থানের রডগুলো দেখা যাচ্ছে। বিশাল গর্তটির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় বিভিন্ন যানবাহন ও পথচারীরা।

স্থানীয়রা জানান, প্রায় ৩ মাস ধরে কালভার্টটির মাঝখানে এভাবে গর্তের সৃষ্টি হয়ে পড়ে আছে। গর্তের স্থানে ঢালাই না থাকার কারণে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা। উক্ত সড়ক দিয়ে প্রতিদিন ছোট–বড় বিভিন্ন যানবাহন চলাচল করছে। যে কোনো মুহূর্তে কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করছেন।

আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দীন জানান, ঝুঁকি নিয়ে কালভার্টের ওপর প্রতিনিয়ত চলাচল করছে যানবাহন ও সাধারণ মানুষ। যেকোনো মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। তিনি আরো জানান, ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে অস্থায়ীভাবে মেরামত করা হবে এবং স্থায়ীভাবে কাজ করার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনির জানান, এ বিষয়ে তিনি অবগত হয়েছেন। দ্রুত কালভার্টটি স্থায়ীভাবে মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ভিডিও