শনিবার, ২২ নভেম্বর ২০২৫

মাস না পেরোতেই চট্টগ্রামের ডিসি বদলি

চট্টগ্রামে নতুন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৮

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২৪ সালের শুরুতে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জে যোগ দেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জেলার প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি মানবিক ও সামাজিক উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা কুড়ান।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব কার্যক্রম, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা, মুক্তিযোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক উদ্যোগে তিনি নিজেকে সম্পৃক্ত রাখেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও সুশাসনের পথে উদ্বুদ্ধ করতেও ভূমিকা রাখেন তিনি।

জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে দুর্নীতিবিরোধী কার্যক্রম, অবৈধ দখলমুক্ত অভিযান এবং পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানের জন্যও আলোচনায় ছিলেন। তার নেতৃত্বে জেলা প্রশাসনকে আরও জনগণের কাছাকাছি একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে। অন্যদিকে নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবির পূর্বে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নারায়ণগঞ্জবাসী বিদায়ী ডিসি জাহিদুল ইসলাম মিঞার মানবিকতা, বিনয় ও জনবান্ধব প্রশাসনিক আচরণকে দীর্ঘদিন মনে রাখবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।

ভিডিও