আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়াজুড়ে সরব প্রচারণা চালাচ্ছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজাহাট বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে দোকানপাট, ব্যবসায়ী, পথচারী ও রিকশাচালকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ডা. রেজাউল করিম বলেন, ‘এই নির্বাচন শুধু আমার নয়— এটি রাঙ্গুনিয়ার মানুষের আশা-ভরসার নির্বাচন। আপনাদের প্রতিটি ভোটই পরিবর্তনের সূচনা ঘটাবে।’
তিনি বলেন, ‘চিকিৎসক হিসেবে জীবনের বড় একটা সময় আমি মানুষের সেবায় কাটিয়েছি। এবার নির্বাচিত হয়ে রাঙ্গুনিয়ার প্রতিটি ঘরে সেবার আলো পৌঁছে দিতে চাই। উন্নত রাস্তাঘাট, আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, কৃষির উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি— সব ক্ষেত্রেই দৃশ্যমান পরিবর্তন আনব।’
জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।’
পৌর উন্নয়ন প্রসঙ্গে ডা. করিম বলেন, ‘রাঙ্গুনিয়া পৌরসভাকে আমরা গড়ে তুলব উন্নয়ন ও শৃঙ্খলার মডেল হিসেবে। কেউ থাকবে না বঞ্চিত— না শিক্ষা থেকে, না স্বাস্থ্যসেবা থেকে। নির্বাচিত হলে ন্যায়বিচার, স্বচ্ছতা ও সেবাই হবে আমার রাজনীতির মূল নীতি।’
গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ও প্রবীণরা ফুল দিয়ে ডা. রেজাউল করিমকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তার সঙ্গে হাত মেলান ও আসন্ন নির্বাচনে সফলতা কামনা করেন।