শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ব্যাপক তল্লাশি ও নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:০৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত লকডাউন কর্মসূচিতে নাশকতা ঠেকাতে কড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যানবাহনে তল্লাশি করতে দেখা গেছে। ১১টার দিকে মহাসড়কের আলেখাচর বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা গেছে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। অন্য দিনের তুলনায় সড়কে যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহন চলাচল ছিল কম। নাশকতা ঠেকাতে পুরো মহাসড়ক যেন নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

হাইওয়ে ময়নামতি থানার ওসি ইকবাল বাহার মজুমদার সমকালকে বলেন, গত রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো মহাসড়কে নিরাপত্তা জোরদার করে। আজ সকাল থেকে যানবাহন চলাচল তুলনামূলক অনেক কম।

কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সমকালকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে কুমিল্লা জেলা পুলিশ। জেলার সকল গুরুত্বপূর্ণ এলাকা, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে মহাসড়ক, জনবহুল, আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে ও মহাসড়কে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ভিডিও