শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে অস্ত্র ও ককটেলসহ ৩ জন আটক

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:০৮

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও ককটেলসহ আওয়ামী যুবলীগের এক নেতা এবং দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ১নং কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটকরা হলো— আওয়ামী যুবলীগের নেতা নুরুল আমিন (৪৬), আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মোহাম্মদ শাহাদাত হোসেন (৪২)।

অভিযানে তাদের কাছ থেকে ১টি শটগান, ৪টি ককটেল বিস্ফোরক, ১টি শটগান অ্যামুনিশন, ৪টি মোবাইল ফোন ও নগদ ৮৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়।

ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে পূর্বের জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি ও ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে সশস্ত্র গোলাগুলির মাধ্যমে মার্কেট দখলের অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক দিনগুলোতে গ্রেপ্তার তিনজনই আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন।

জব্দকৃত মালামালসহ তাদের বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্যাম্প কমান্ডার। তিনি বলেন, ‘সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’

ভিডিও