শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

দেশিয় প্রযুক্তিতে চট্টগ্রাম বন্দরে ফেন্ডার স্থাপন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৬

দেশিয় প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) কর্তৃক নির্মিত রাবার ফেন্ডার প্রতিস্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ নম্বর জেটিতে। বুধবার (১২ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশীদ (ই), পিএসসি, বিএন।

১৮ সেট রাবার ফেন্ডার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উৎপাদন ও স্থাপন করা হচ্ছে। আন্তর্জাতিক মান বজায় রেখে খুলনা শিপইয়ার্ডের নিজস্ব কারখানায় এসব ফেন্ডার তৈরি হয়েছে। প্রতিটি ফেন্ডারের পরিমাপ ৪.৫৫ মিটার × ১.৫৮ মিটার × ০.৮৬ মিটার, এবং একটির ওজন প্রায় ২.৮০ টন। পুরো প্রকল্পে ব্যয় হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৭ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর সচিব ওমর ফারুক, উপপ্রধান প্রকৌশলী সাইফুদ্দিন আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সরকার, টার্মিনাল ম্যানেজার মো. সাইফুল আলম, এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের নির্বাহী প্রকৌশলী (কারখানা) সোহেলসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশীদ বলেন, ‘বন্দর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ আমাদের জন্য গর্বের। আন্তর্জাতিক মানের ফেন্ডার দেশীয়ভাবে উৎপাদন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াবে।’

ভিডিও