শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, আটক ৭

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৬:৩৭

চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার ২ নম্বর গেট এলাকার চশমাহিলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বাসভবনে থাকা সাতজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান শুরু হয়। অভিযানে ওই বাড়ি থেকে ৭ জনকে আটক করা হয়। সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চসিকের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর পরিবারের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বন্ধ রয়েছে। তবে ওই রেস্টুরেন্টের কর্মীরা অনলাইন ডেলিভারির মাধ্যমে খাবার সরবরাহ করতেন। বর্তমানে নওফেল ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায়, ওই কর্মীরাই বাসাটি পাহারা দিতেন এবং সেখান থেকেই অনলাইন অর্ডারের খাবার সরবরাহ করা হচ্ছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হচ্ছে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে জড়ো হচ্ছে কিছু লোক। তথ্য ছিল এখানে যাঁরা জড়ো হচ্ছেন, তাঁদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে। ’

ভিডিও