শনিবার, ২২ নভেম্বর ২০২৫

হাউজিং সোসাইটির সভায় আইনি প্রক্রিয়া অনুসরণের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৫৪

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বিশেষ সাধারণ সভার মুলতবী অধিবেশন গত সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মো. খোরশেদ আলম।

সভায় ‘কল্পলোক জেনেসিস মিডিয়া টাওয়ার’ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন সোসাইটির সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী শতকত, জনকণ্ঠের ব্যুরো চিফ মোয়াজ্জেমুল হক, সাবেক চেয়ারম্যান অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ, সোসাইটির সাবেক সম্পাদক হাসান ফেরদৌস, দৈনিক নয়াবাংলার পরিচালনা সম্পাদক বি এম মনজুর এলাহী খোকন, দৈনিক পূর্বকোণের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক হাসনাত মোরশেদ, চিফ রিপোর্টার সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, বাংলাভিশনের ব্যুরো চিফ নাসির উদ্দিন, সাংবাদিক রোকসারুল ইসলাম, মঈনুদ্দিন দুলাল, বিশ্বজিৎ বড়ুয়া ও কামাল উদ্দিন খোকন।

সভায় সিদ্ধান্ত হয়— পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সর্বোচ্চ দরদাতার নিকট উক্ত কল্পলোক জেনেসিস মিডিয়া টাওয়ার প্রকল্প বিক্রয় করা হবে, তবে এর সব বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এছাড়া প্রকল্প সম্পর্কিত পরামর্শ প্রদানের জন্য একটি উপ–কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।

বক্তারা ফেরদৌস আলী গং-এর সঙ্গে করা চুক্তি দ্রুত বাতিলের দাবি জানান। তারা বলেন, চুক্তি অনুযায়ী জেনেসিস মিডিয়া টাওয়ারে সোসাইটির সদস্যদের ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কোনো দোকান বা ফ্ল্যাট হস্তান্তর করা যাবে না।

সভায় আরও জানানো হয়, চুক্তি অনুযায়ী বকেয়া ঘরভাড়া বাবদ ১২ কোটি টাকারও বেশি অর্থ জেনেসিসের কাছে পাওনা রয়েছে, যা দ্রুত আদায়ের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। উপস্থিত বক্তারা সোসাইটির সদস্যদের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিডিও