শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশ হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪০

ঢাকার শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং তাদের তিন দফা দাবির পক্ষে রাঙ্গুনিয়ার ইছাখালি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিনশ’ শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির রাঙ্গুনিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুপ্লব মিত্র তালুকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা শাখার উপদেষ্টা মো. ইউসুফ। সভার সঞ্চালক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ শাওন। সংগঠনের হয়ে বক্তব্য রাখেন শিক্ষক ফরিদুল আলম, পারভীন আক্তার, মোজাম্মেল হক, শংকর বিশ্বাস, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কালু শাহ ও নবীর হোসেন।

বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ন্যায্য দাবির জন্য শান্তিপূর্ণ আন্দোলন করলে তাদের ওপর যে কোন ধরনের নির্যাতন ও পুলিশি হস্তক্ষেপ দুঃখজনক ও নিন্দনীয়। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষকদের তিন দফা দাবি—উল্লেখযোগ্য সুবিধাবলির বাস্তবায়ন, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত— দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শেষে বক্তারা বললেন, শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে সরকারি কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

ভিডিও