শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমে নারীর ভূমিকা অপরিহার্য: শাহজাহান চৌধুরী

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৩৪

বাংলাদেশ জামায়াত ইসলামী’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমে নারীর ভূমিকা পুরুষদের সঙ্গে সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি জানান, নারীরা যদি ত্যাগ ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসেন, তবে ইসলামী আন্দোলন আরও গতিশীল ও শক্তিশালী হবে।

সোমবার (১০ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির সাতগড় এলাকায় অনুষ্ঠিত মহিলা জামায়াত সমাবেশে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী আরও বলেন, দেশের নারীদের মাঝে ইসলামী শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে। পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে নীতি-নৈতিকতা প্রতিষ্ঠায় নারীরাই নেতৃত্ব দিতে পারেন। তিনি নারীদের ইসলামী দাওয়াতি কাজে সম্পৃক্ত হওয়ার এখনই সময় বলে উল্লেখ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চুনতি ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ পীরে কামেল আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, ব্যবসায়ী জহির উদ্দীন, শিক্ষক মাস্টার মাহমুদুর রহমান ও মাস্টার হামিদুল হোসাইন, ইউপি সদস্য ইন্তেজার এবং জামায়াত নেতা রেজাউল হক হোসাইন।

পৃথকভাবে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা জামায়াত সেক্রেটারি শাহীন তাহের, খালেদা বেগম, জাহেদা বেগম ও উন্মে রুম্মান।

ভিডিও