শনিবার, ২২ নভেম্বর ২০২৫

শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে চট্টগ্রামে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৩:৫৮

আসন্ন ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রোববার (৯ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ ও মুক্তিযোদ্ধা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই জেলা প্রশাসক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ বীর সন্তান, বীরাঙ্গনা এবং সংগ্রামী যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘তাঁদের আত্মত্যাগ ও সাহসিকতার কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের স্মৃতিই আমাদের প্রেরণার চিরন্তন উৎস।’

সভায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের জাতীয় গৌরব ও আত্মত্যাগের প্রতীক। এ দিবসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।’

তিনি আরও নির্দেশনা দেন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচির সফল বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

ভিডিও