চট্টগ্রামের নাজিরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নিঃস্ব হয়ে যায় ছয়টি পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে এক পরিবারের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাতাসের দাপটে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় আগুন কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
আগুনে পুড়ে গেছে পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক এমনকি ঘরে থাকা সামান্য খাদ্যসামগ্রীও। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
ঘরের এক বাসিন্দা হাসনাতওয়ালী বাদশা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেলাম। আমাদের এখন থাকার জায়গাও নেই।’
স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিলেও এখনো কেউ কোনো সহায়তা নিয়ে এগিয়ে আসেননি। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে নিশ্চিত তথ্য না পাওয়া গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— রান্নার চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।