শনিবার, ২২ নভেম্বর ২০২৫

উখিয়া-টেকনাফের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা বিজয়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, সীমান্ত জনপদ উখিয়া-টেকনাফ শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীর কাছেও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়স্থল হওয়ায় এ জনপদ আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও এর নিরাপত্তা, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার আজও সুদূরপরাহত। তাই সীমান্ত এই জনপদের উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের বিকল্প নেই।

শনিবার সকালে উখিয়া-টেকনাফ উপজেলা ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি ও আসন পরিচালক জাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি— যে বাংলাদেশ ফ্যাসিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত হবে। দেশের জনগণ দীর্ঘ সাড়ে সতেরো বছর অপেক্ষা করেছে একটি জবাবদিহিতামূলক সরকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোর জন্য।

তিনি বলেন, ‘আমরা চাই ‘জুলাই সনদ’-এর আইনি স্বীকৃতি। সরকার যদি সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়া উচিত। জনগণ যদি ‘হ্যাঁ’ বলে, দেশ নতুন কাঠামোতে যাবে; যদি ‘না’ বলে, আমরা জনগণের মত মেনে নেব।’

প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী বলেন, ‘আমরা উখিয়া-টেকনাফের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে সামাজিক নিরাপত্তা, উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’

তিনি দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের লক্ষ্যে সব ষড়যন্ত্র ও ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভিডিও