হেমন্তের কোমল রোদ, শীতের আগমনী বার্তা আর সাহিত্যপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গুমাইবিলে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় হেমন্তকাল কবিতা উৎসব ও পিঠা উৎসব-২০২৫।
উৎসবে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রজন্মের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীরা। কবিতা পাঠ, সংগীত, পিঠা উৎসব ও কবি প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি পারভীন আক্তার এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহী মুহাম্মদ ইলিয়াছ।

আলোচনা পর্বে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা মাস্টার মুহাম্মদ সেলিম, রহিম উদ্দিন সিকদার, সমিরণ বড়ুয়া, পুষ্প বড়ুয়া, আব্দুল কাইয়ুম, মোরশেদ আলম, সাংবাদিক মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, শান্ত বড়ুয়া আপন, নাছিমা আক্তার শিল্পী, সাদিয়া সেলিম, সানজিদা আক্তার লিজা, রুমি আক্তার, শেখ রায়হান আকাশ, সুজয় বড়ুয়া, ও জাহেদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাহিত্য চর্চা একটি সমাজের সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। কবিতা, গান ও গল্পের মাধ্যমে মানুষ নিজেকে ও সমাজকে নতুনভাবে চিনে। রাঙ্গুনিয়ার তরুণ কবি ও লেখকদের মধ্যে এই আয়োজন নব উদ্দীপনা যোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় কবিদের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি বিভিন্ন গ্রামীণ স্বাদের পিঠা প্রদর্শনী দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।
স্থানীয় সাহিত্যপ্রেমীদের মতে, এই আয়োজন রাঙ্গুনিয়ার সংস্কৃতি ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে সাহিত্য অনুরাগে উদ্বুদ্ধ করবে।