শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বাস্কেটবলে মাঠ কাঁপাবে ২০ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ০৬:২৩

বাস্কেটবল খেলাকে আরও গতিশীল ও আকর্ষণীয় করা এবং তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে রবিবার (৯ নভেম্বর) থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৫ (পুরুষ ও মহিলা বিভাগ)। বালক বিভাগে ১২টি ও বালিকা বিভাগে ৮টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের বাস্কেটবল কোর্টে। প্রতিযোগিতাটি চলবে ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।

শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৫ পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিজেকেএস বাস্কেটবল কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজু লিখিত বক্তব্যে সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. আতিকুল হাফিজ, সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, ফেডারেশনের সদস্য অনুরুদ্ধ তালুকদার বর্ণ, সিজেকেএস বাস্কেটবল উপকমিটির ভাইস চেয়ারম্যান কুইন্টেন রিবেরো, যুগ্ম সম্পাদক রবিউল হাসান বাবলু, সদস্য ইমরুল কায়েস ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।

প্রতিযোগিতার গ্রুপ পর্বে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে— এর মধ্যে ৯টি গ্রুপ ম্যাচ, ২টি সেমিফাইনাল, ১টি তৃতীয় স্থান নির্ধারণী ও ১টি ফাইনাল ম্যাচ।
দলগুলো তিনটি ক্যাটাগরিতে বিভক্ত:

আলফা: বিভাগীয় ও জেলা দল, ব্রাভো: বিশ্ববিদ্যালয়/কলেজ প্রতিনিধিত্বকারী দল, চার্লি: সামরিক, আধা-সামরিক ও বেসামরিক সংস্থার দল, মোট ৫ লক্ষ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে এই প্রতিযোগিতার জন্য, যা যৌথভাবে বহন করবে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ও সিজেকেএস।

পুরস্কার কাঠামো: চ্যাম্পিয়ন দল – ১,০০,০০০ টাকা, রানার্স আপ দল– ৭৫,০০০ টাকা, তৃতীয় স্থান– ৫০,০০০ টাকা, ফাইনালের সেরা খেলোয়াড়– ২৫,০০০ টাকা। চট্টগ্রাম জেলা বাস্কেটবল মহিলা দল গত আসরে তৃতীয় স্থান অর্জন করেছিল, আর পুরুষ দল গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ সিজেকেএস-এর উদ্যোগে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব উপলক্ষে ৩-৩ বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ২৭টি দল অংশগ্রহণ করেছিল।

ভিডিও