শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ০৬:৫২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৬ বাঁশখালী থেকে পর পর ৪ বারের নির্বাচিত সাবেক সাংসদ মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরীস্থ মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নিজবাড়ি সংলগ্ন জামে মসজিদে পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যার যার নিজ এলাকার মসজিদ -মাদ্রাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিনম্র শ্রদ্ধা জানিয়ে মরহুমে কবরে পুস্পস্তবক অর্পন করেন দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা বিএনপি,যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

বিএনপি নেতারা বলেন, মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির দুর্দিনের রাজপথের অগ্রসৈনিক, দলমত নির্বিশেষে গণমানুষের ভালোবাসার মূর্তপথিক ও অসংখ্য নেতাকর্মী গড়ার কারিগর, বাঁশখালী থেকে পর পর চার বারের নির্বাচন সাংসদ ও দলের নিবেদিতপ্রাণ ছিলেন তিনি।

তার রাজনৈতিক প্রজ্ঞা,দূর্দশিতা ও সৎসাহসিকতা দলের প্রতিটি নেতাকর্মীর জন্যে অনুপ্রেরণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ষীয়ান এনেতার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ নভেম্বর মহান রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর জিম্মায় চলে যান প্রয়াত নেতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।

ভিডিও