শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ডেঙ্গু বেড়েই চলেছে, ঝুঁকিপূর্ণ ২৫ এলাকা চিহ্নিত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ০১:১৯

চট্টগ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৬২ জন, আর চিকুনগুনিয়ায় আক্রান্ত ৩ হাজার ৬৭২ জন। ডেঙ্গুতে মারা গেছেন ২০ জন, তবে চিকুনগুনিয়ায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ জরিপে নগরের ২৫টি এলাকাকে ডেঙ্গুর “হটস্পট” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বন্দর, কোতোয়ালি, কেপিজেড, হালিশহর ও সদরঘাট এলাকা ‘অতিঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আক্রান্ত রোগীর প্রায় ৬০ শতাংশই এসব এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ব্যর্থতা নিয়ে নাগরিকদের মধ্যে ক্ষোভ রয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “বছরের এই সময়েও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হচ্ছে। মশা নিধনে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। কার্যকর ব্যবস্থা না নিলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।”

অন্যদিকে, সিটি করপোরেশনের মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহী জানান, “ডেঙ্গুপ্রবণ এলাকায় বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালানো হচ্ছে। ২১০ জন কর্মী ও ছয়টি বিশেষ টিম মশা নিধনে কাজ করছে।”

নগরবাসী অভিযোগ করেছেন, নিয়মিত ওষুধ ছিটানো না হওয়ায় মশার উপদ্রব বেড়ে গেছে। অনেক এলাকায় সন্ধ্যার পর মশার উৎপাত অসহনীয় হয়ে উঠছে।

ভিডিও