চাঁদাবাজি মামলা তুলে নিতে অব্যাহত হুমকির মুখে পড়েছেন একুশে টেলিভিশনের (ইটিভি) চট্টগ্রাম অফিসের ক্যামেরাপার্সন বিপ্লব মজুমদারের পরিবার। এলাকার এক প্রভাবশালী মহল তাদের কাছে দীর্ঘদিন ধরে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এখন পরিবারটি চরম ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে, বিপ্লব মজুমদারের ভাই দোলন মজুমদার আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন ইউনিয়নের পূর্ব মাইজপাড়া মজুমদার বাড়িতে তাদের দুই গণ্ডা জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–০২ এ একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর সিআর–৭৩৮/২৫।
মামলায় অভিযোগ করা হয়, স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজল মজুমদার, রনজিত মজুমদার, আশীষ মজুমদার ও পিঠু লাল দে ওই জমিটি নামমাত্র দামে নিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ৩০ আগস্ট রাতে তারা জমি দখলের চেষ্টা চালায় এবং হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এরপরও হুমকি থামেনি। গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে সুব্রত মজুমদারের নেতৃত্বে একদল লোক দোলন মজুমদারের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে দোলন ও তাঁর বৃদ্ধা মা আলো রানী মজুমদারকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বৃদ্ধা আলো রানী মজুমদার বলেন, “প্রতিনিয়ত আসামিরা এসে হুমকি দিচ্ছে—মামলা তুলে না নিলে খারাপ পরিণতি হবে। ছেলে ও নাতিদের জীবন নিয়ে এখন ভয় লাগছে। প্রশাসনের হস্তক্ষেপ চাই।”
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মামলাটি তদন্তাধীন। তদন্তে হামলা ও চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।