শনিবার, ২২ নভেম্বর ২০২৫

বাবুনগর মাদরাসায় বার্ষিক সম্মেলন শুরু

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৮


 
প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাদে ফজর হতে শুরু হওয়া এই মাহফিল শুক্রবার বিকেলে আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর জামিয়া বাবুনগরের প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি রহিমুল্লাহ ও মুফতি ইকবালের সঞ্চালনায় দু’দিন ব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে বয়ান করবেন আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মুফতি খলিল আহমদ কুরাইশী (হাটহাজারী), মাওলানা আবু তাহের নদবি (পটিয়া), মাওলানা মাহফুজুল হক (ঢাকা), মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি (ঢাকা), মাওলানা মুস্তাকুন্নবী কাসেমী (কুমিল্লা), মাওলানা আব্দুল বাসেত খান (সিরাজগঞ্জ), মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (ঢাকা), মুফতি রেজাউল করিম আবরার (ঢাকা), মাওলানা আব্দুল্লাহ আল মারুফ (চট্টগ্রাম)

এ ছাড়াও শুক্রবার আখেরি দিন বয়ান করবেন, আল্লামা সায়্যিদ মওদুদ মাদানী (দেওবন্দ, ভারত), আল্লামা আওরঙ্গজেব ফারুকী (করাচী,পাকিস্তান), মুফতি মাহমুদ হাসান সাহেব (চট্টগ্রাম), মাওলানা মামুনুল হক (ঢাকা), শায়খ আহমদুল্লাহ সাহেব (ঢাকা), মুফতি সাখাওয়াত হোসাইন রাজি (ঢাকা), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা), মাওলানা জুনাঈদ আল হাবিব (ঢাকা)।

ভিডিও