শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

শতভাগ ময়লা সংগ্রহ করতে পারলেই চট্টগ্রাম হবে জলাবদ্ধতামুক্ত: চসিক মেয়র

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৮

চট্টগ্রাম নগরীর শতভাগ ময়লা সংগ্রহ নিশ্চিত করা গেলেই দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর করা সম্ভব বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিদিন নগরীতে প্রায় তিন হাজার টন ময়লা হয়, এর মধ্যে ২২০০ টন সংগ্রহ করা যায়। বাকিটা সড়কে বা ড্রেনে পড়েই জলাবদ্ধতা তৈরি করে।

মেয়র জানান, শৃঙ্খলা আনতেই ‘ডোর টু ডোর’ ব্যবস্থা চালু করা হয়েছে। “নির্ধারিত ৭০ টাকার বেশি নিলে লিখিত অভিযোগ দিন, ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

শাহাদাত আরও জানান, হালিশহরে বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শতভাগ ময়লা সংগ্রহে সফল হলে চট্টগ্রাম হবে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরী।

ভিডিও