শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ফটিকছড়িতে সরওয়ার আলমগীরের প্রত্যাবর্তনে উৎসবের আমেজ

ধানের শীষের বিজয়ে ঐক্য চান সরওয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ০২:১৩

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ‘আধুনিক ফটিকছড়ি গড়তে ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি।’ বুধবার (৫ নভেম্বর) নিজ এলাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মনোনয়ন পাওয়ার পর চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ির নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে হাজারো নেতা-কর্মী ও স্থানীয়রা স্লোগানে তাকে বরণ করে নেন। পরে মোটরসাইকেল বহরে করে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে তিনি তাঁর পিতা মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ার ও সহধর্মিণীর কবর জিয়ারত শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ফটিকছড়িবাসীর ভালোবাসায় আমি অভিভূত। ধানের শীষের জয়ই জনগণের জয় হবে।’

পরে সরওয়ার আলমগীর মাইজভাণ্ডার শরীফে রওজা জিয়ারত ও বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সন্ধ্যায় তিনি ফটিকছড়ি সদর বিবিরহাট দলীয় কার্যালয় ও উত্তর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম (বি.এ), মুসসুর আলম চৌধুরী, নাছির উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিডিও