১৯৯৫ সালে সাউথইস্ট ব্যাংক প্রতিষ্ঠা হয়। ব্যাংকটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই গ্রাহকদের আধুনিক সেবা নিশ্চিত করতে না কার্যক্রম হাতে নিয়েছে। গ্রাম থেকে শহরে সব জায়গায় সাউথইস্ট ব্যাংকের আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর কার্যক্রম চলমান রয়েছে। প্রায় সব জায়গাতেই আমাদের এটিএম ও এজেন্ট ব্যাংকিং সেবা চালু করছি। সাউথইস্ট ইডোপিন আমাদের আরেকটি মাইলফলক।
রোববার (২ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের কর্ণফুলী কেপিজেড এলাকার কাঁচাব্লাঙ্কা রেস্টুরেন্টে ১৮ টি স্কুলের শিক্ষকদের নিয়ে ইডোপিনের পরিচিত সভার আয়োজন করে সাউথইস্ট ব্যাংক। অনুষ্ঠানে বক্তব্যরা এসব তথ্য তুলে ধরেন।
সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহাবুব আলম বলেন, আমরা হলাম সেকেন্ড জেনারেশন ব্যাংক। আমাদের ১৩৬ ব্রাঞ্চ, ২২ টা সাব ব্রাঞ্চ। ১৫০ ওপরে এজেন্ট ব্যাংক রয়েছে আমাদের। যে কোন স্থানে আপনারা টাকা জমা দিতে পারবেন, তুলতেও পারবেন। আমাদের প্রতিটি ব্রাঞ্চই মনে হবে একটাই ব্রাঞ্চ। সেবাপ্রার্থীদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ। সেটিই আমাদের এতো দূর নিয়ে এসেছে।
তিনি আরও বলেন, আমি যখন ছাত্র ছিলাম স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বেতন দিতে গিয়ে চরম বিড়ম্বনার সম্মুখীন হতে হয়েছে। এখন সবকিছু অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। ঘরে বসেই বেতন দেওয়া যাচ্ছে। সাউথইস্ট ব্যাংক শিক্ষার্থীদের জন্য চমৎকার একটা ব্যাংকিং সেবা নিয়ে এসেছে। আমরা একটা সফটওয়্যার নিয়ে এসেছি। নামেমাত্র মূল্যে এটি পাওয়া যাবে। শিক্ষার্থীদের বেতন কত মাসের বাকি, লাইব্রেবীর তথ্য, বিদ্যালয়ের তথ্য, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য, কতদিন ক্লাস করেছে, কতদিন করেনি সব তথ্য এ অ্যাপসে পাওয়া যাবে। যার ফলে শিক্ষক-শিক্ষার্থীরা একটি এটিম কার্ড পাবে। অল্প সুদে লোন পাবো।
ইডোপিন নিয়ে বিস্তারিত ডকুমেন্টারি উপস্থাপন করেন সাউথইস্ট ইডোপিনের ক্রিয়েটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার বাপ্পি সেন গুপ্ত।
এসময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক(এমডি) কাজী মোহাম্মদ ইনামুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মাসুম উদ্দিন খান, আগ্রাবাদ ব্রাঞ্চের ম্যানেজার কামাল উদ্দিন পাটোয়ারী, চট্টগ্রাম রিজওনাল হেড আব্দুল মান্নান, জুবলি রোড ব্রাঞ্চের ম্যানেজার আজিজুল গনি চৌধুরী, ইপিজেড ব্রাঞ্চের ম্যানেজার এ কিউ এম শহিদুল ইসলাম, অবসর ব্যাংকিং ইনচার্জ খোরশেদ আলম চৌধুরী, পতেঙ্গা সাব ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা হেড অফিসের রিকভারি হেড খন্দকার ইশতিয়াক হাসান মাহাদী প্রমুখ।
এর আগে চট্টগ্রাম নগরের কাঠগড়ে সাউথইস্ট ব্যাংকের ৫২৫ তম এটিম বুথের উদ্বোধন করা হয়।